Thursday, November 30, 2017

GK Practice Set in Bengali For SSC (MTS, CHSL, CGL)

Thought Of The Day "Each and every person himself is a teacher for Guiding his Own Personality." ------ Nandu Sir (Adra)




# সাপ্তাহিক পরীক্ষা -


1. ২০১৬ সালে জ্ঞানপীঠ পুরষ্কার পেয়েছেন কে ?
A. শঙ্খ ঘোষ
B. রঘুবীর চৌধুরী
C. বালচন্দ্র নিমাদে
D. কেদারনাথ সিং

Correct answer: A. শঙ্খ ঘোষ

2. সান্দাকফুর উচ্চতা কত মিটার ?
A. ৩৪৫২ মিটার
B. ৩৬৩৬ মিটার
C. ৩৭৮২ মিটার
D. ৩৪৪৮ মিটার

Correct answer: ৩৬৩৬ মিটার
3. কোন প্রানীর পুরুষেরা সন্তান প্রসব করে ?

A. ময়ূর
B. হাতি
C. সামুদ্রিক ঘোড়া
D. হাইড্রা

Correct answer: C. সামুদ্রিক ঘোড়া

4. ইকুয়েডরের ৪৪ তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন ?
A. লেলিন মোরিনো
B. লেনন মোরিনো
C. লেলিন মোরেনো
D. লেনিন মোরেনো

Correct answer: C. লেলিন মোরেনো

5. আশাপূর্ণা দেবি ১৯৭৬ সালে কোন বই এর জন্য জ্ঞানপীঠ পুরষ্কার পান ?
A. প্রথম প্রতিশ্রুতি
B. সুবর্ণলতা
C. তপস্যা
D. সাধুকথা

Correct answer: A. প্রথম প্রতিশ্রুতি

6. ইসরোর ফ্যাট বয় নামে পরিচিত কোন স্যাটেলাইট ?
A. GSL-Mk-IV
B. GSLV-Mk-III
C. GSV-Mk-III
D. GSLVI-Mki-III

Correct answer: B. GSLV-Mk-III

7. ৩১ শে মে সারা বিশ্বজুড়ে কোন দিবস পালিত হল ?
A. বিশ্ব ধূমপান ত্যাগ দিবস
B. বিশ্ব তামাক বর্জিত দিবস
C. বিশ্ব যোগা দিবস
D. বিশ্ব স্বাস্থ্য সচেতনতা দিবস

Correct answer: B. বিশ্ব তামাক বর্জিত দিবস

8. বর্তমানে ক'টি দেশ রাস্ট্রপুঞ্জের সদস্য ?
A. ১২২
B. ১৯১
C. ১৯৩
D. ১৯৬
Correct answer: C. ১৯৩

9. ৯০ তম স্কিপস ন্যাশানাল স্পেলিং বি কম্পিটিশনে চ্যাম্পিয়ন হয়েছেন ?

A. দেবকন্যা রাও
B. অনন্যা রাও
C. বিনয় রাও
D. অনন্যা বিনয়

Correct answer: D. অনন্যা বিনয়

10. কেক তৈরিতে কোন অণুজীব লাগে ?

A. স্ট্রেপ্টোকক্কাস ল্যাক্টিস
B. স্ট্রেপ্টোকক্কাস ক্রোমোরিস
C. স্যাকারোমাইসেস সেরেভিসি
D. স্ট্রেপ্টোকক্কাস সিট্রোভোরাম

Correct answer: C. স্যাকারোমাইসেস সেরেভিসি

11. আনাইমুদি কোন রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ ?

A. তামিলনাড়ু
B. কর্ণাটক
C. গুজরাট
D. কেরালা
Correct answer: D. কেরালা

12. LTH - এর পুরো নাম কি

A. লিউটিনিক হরমোন
B. ল্যাক্টো টিউমেরিক হরমোন
C. লিউটিওট্রপিক হরমোন
D. লিউটিপ্রিক হরমোন

Correct answer: C. লিউটিওট্রপিক হরমোন

13. কে সম্প্রতি ইন্টারনেট অ্যান্ড মোবাইল অ্যাসোসিয়েশান অফ ইন্ডিয়ার চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন ?

A. অরুন জেটলী
B. রাজন আনন্দ
C. রাজ নাথ সিং
D. সুষমা স্বরাজ

Correct answer: B. রাজন আনন্দ

14. গুরুত্বপূর্ণ নথি সংরক্ষণ সংক্রান্ত ব্যাপারে ও দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির উদ্দেশ্যে  সম্প্রতি ভারত কোন দেশের সাথে মৌ স্বাক্ষর করেছে ?

A. চীন
B. বাংলাদেশ
C. পর্তুগাল
D. জাপান

Correct answer: C. পর্তুগাল

15. আর্কিমিডিসের নীতি বস্তুর কোন ধর্মের কথা বলে ?
A. প্লবতা
B. ভর
C. ভার
D. অভিকর্ষ

Correct answer: A. প্লবতা

16. সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ?

A. ঈশ্বরচন্দ্র গুপ্ত
B. কেশবচন্দ্র সেন
C. শিশিরকুমার ঘোষ
D. অরবিন্দ ঘোষ

Correct answer: A. ঈশ্বরচন্দ্র গুপ্ত

17. ২৩ শে মে সারা বিশ্বজুড়ে কোন দিবস পালিত হল ?
A. বিশ্ব যোগা দিবস
B. জাতীয় কচ্ছপ দিবস
C. জাতীয় গো রক্ষা দিবস
D. জাতীয় তামাক বিরোধী দিবস

Correct answer: B. জাতীয় কচ্ছপ দিবস

18. রাইবিউলোজ বাইফসফেট এর সংক্ষিপ্ত রূপ কি হবে ?
A. RBP
B. RaBP
C. RBiP
D. RuBP

Correct answer: D. RuBP


19. এপিজে আব্দুল কালাম কত সালে ভারত রত্ন পান ?
A. ১৯৯০
B. ১৯৯২
C. ১৯৯৫
D. ১৯৯৭

Correct answer: D. ১৯৯৭


20। কলকাতায় ন্যাশানাল থিয়েটার প্রতিষ্ঠা হয় কত সালে ?

A. ১৮৮১
B. ১৮৩২
C. ১৮৭১
D. ১৯০৩

Correct answer: C. ১৮৭১

21. ভারত পাকিস্তান সিন্ধু জলচুক্তি কত সালে স্বাক্ষরিত হয় ?

A. ১৯৪৭
B. ১৯৫৬
C. ১৯৫৯
D. ১৯৬০

Correct answer: D. ১৯৬০


22. কত সালে জাহির-উদ-দ্বীন মহম্মদ বাবরের মৃত্যু হয় ?

A. ১৫৩০ সালে
B. ১৬২২ সালে
C. ১৫৩৩ সালে
D. ১৩৫০ সালে

Correct answer: A. ১৫৩০ সালে

23. ১৮১৫ সালে ভারতে কে ব্রিটিশ গভর্নর জেনারেল  ছিলেন ?

A.ওয়ারেন হেস্টিংস
B. লর্ড হেস্টিংস
C. লর্ড বেন্টিঙ্ক
D. লর্ড অকল্যান্ড

Correct answer: B. লর্ড হেস্টিংস


24. নতুন রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ কোন রাজ্যে জন্মেছেন ?

A. মধ্যপ্রদেশ
B. উত্তরপ্রদেশ
C. অন্ধ্রপ্রদেশ
D. হরিয়ানা

Correct answer: B. উত্তরপ্রদেশ


25. রাম নাথ কোবিন্দ কত সালে বিহারের রাজ্যপাল হিসাবে নিযুক্ত হন ?

A. ২০১৫
B ২০১৬
C. ২০১৪
D ২০১০

Correct answer: A. ২০১৫


26. সৌরজগতের সবথেকে ঠান্ডা গ্রহ কোনটি ?
A. মঙ্গল
B. শুক্র
C. ইউরেনাস
D. নেপচুন

Correct answer: C. ইউরেনাস

27. সান্দাকফুর উচ্চতা কত মিটার ?

A. ৩৪৫২ মিটার

B. ৩৬৩৬ মিটার

C. ৩৭৮২ মিটার

D. ৩৪৪৮ মিটার

Correct answer: B. ৩৬৩৬ মিটার


28. ইকুয়েডরের ৪৪ তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন

A. লেলিন মোরিনো

B. লেনন মোরিনো

C. লেলিন মোরেনো

D. লেনিন মোরেনো

Correct answer: C. লেলিন মোরেনো


29আশাপূর্ণা দেবি ১৯৭৬ সালে কোন বই এর জন্য জ্ঞানপীঠ পুরষ্কার পান ?

A. প্রথম প্রতিশ্রুতি

B. সুবর্ণলতা

C. তপস্যা

D. সাধুকথা

Correct answer: A. প্রথম প্রতিশ্রুতি



30. টোফু কি দিয়ে তৈরি

A. গরুর দুধ

B. গুড়

C. চাল ও ডাল

D. সয়াবিন

Correct answer: D. সয়াবিন



31. ২০১৬ সালে জ্ঞানপীঠ পুরষ্কার পেয়েছেন কে ?

A. শঙ্খ ঘোষ

B. রঘুবীর চৌধুরী

C. বালচন্দ্র নিমাদে

D. কেদারনাথ সিং

Correct answer: A. শঙ্খ ঘোষ

32. ইসরোর ফ্যাট বয় নামে পরিচিত কোন স্যাটেলাইট ?

A. GSL-Mk-IV

B. GSLV-Mk-III

C. GSV-Mk-III

D. GSLVI-Mki-III

Correct answer: B. GSLV-Mk-III


33. ২৩ শে মে সারা বিশ্বজুড়ে কোন দিবস পালিত হল ?

A. বিশ্ব যোগা দিবস

B. জাতীয় কচ্ছপ দিবস

C. জাতীয় গো রক্ষা দিবস

D. জাতীয় তামাক বিরোধী দিবস

Correct answer: B. জাতীয় কচ্ছপ দিবস

34. LTH - এর পুরো নাম কি

A. লিউটিনিক হরমোন

B. ল্যাক্টো টিউমেরিক হরমোন

C. লিউটিওট্রপিক হরমোন

D. লিউটিপ্রিক হরমোন

Correct answer: C. লিউটিওট্রপিক হরমোন

35. ৯০ তম স্কিপস ন্যাশানাল স্পেলিং বি কম্পিটিশনে চ্যাম্পিয়ন হয়েছেন ? 

A. দেবকন্যা রাও

B. অনন্যা রাও

C. বিনয় রাও

D. অনন্যা বিনয়

Correct answer: D. অনন্যা বিনয়



36. গুরুত্বপূর্ণ নথি সংরক্ষণ সংক্রান্ত ব্যাপারে ও দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির উদ্দেশ্যে  সম্প্রতি ভারত কোন দেশের সাথে মৌ স্বাক্ষর করেছে ? 

A. চীন

B. বাংলাদেশ

C. পর্তুগাল

D. জাপান

Correct answer: C. পর্তুগাল

37. কোন বাঙালী প্রথম জ্ঞানপীঠ পুরষ্কার পান ?


A. জি শঙ্কর কুরুপ

B. তারাশঙ্কর বন্দোপাধ্যায়

C. আশাপূর্ণা দেবি

D. শঙ্খ ঘোষ

Correct answer: B. তারাশঙ্কর বন্দোপাধ্যায়

38. কে সম্প্রতি ইন্টারনেট অ্যান্ড মোবাইল অ্যাসোসিয়েশান অফ ইন্ডিয়ার চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন ? 

A. অরুন জেটলী

B. রাজন আনন্দ

C. রাজ নাথ সিং

D. সুষমা স্বরাজ

Correct answer: B. রাজন আনন্দ

39. রাইবিউলোজ বাইফসফেট এর সংক্ষিপ্ত রূপ কি হবে ?

A. RBP

B. RaBP

C. RBiP

D. RuBP

Correct answer: D. RuBP



40. কেক তৈরিতে কোন অণুজীব লাগে ?

A. স্ট্রেপ্টোকক্কাস ল্যাক্টিস

B. স্ট্রেপ্টোকক্কাস ক্রোমোরিস

C. স্যাকারোমাইসেস সেরেভিসি

D. স্ট্রেপ্টোকক্কাস সিট্রোভোরাম

Correct answer: C. স্যাকারোমাইসেস সেরেভিসি

41. ডিরোজিওর ছাত্রবৃন্দ কোন পত্রিকা প্রকাশ করেন ?

A. পার্থেনন পত্রিকা

B. বেঙ্গল গেজেট

C. ইয়ং বেঙ্গল পত্রিকা

D. ইন্ডিয়ান গেজেট

Correct answer: A. পার্থেনন পত্রিকা

42. ৩১ শে মে সারা বিশ্বজুড়ে কোন দিবস পালিত হল ? 

A. বিশ্ব ধূমপান ত্যাগ দিবস

B. বিশ্ব তামাক বর্জিত দিবস

C. বিশ্ব যোগা দিবস

D. বিশ্ব স্বাস্থ্য সচেতনতা দিবস

Correct answer: B. বিশ্ব তামাক বর্জিত দিবস

43. আনাইমুদি কোন রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ ?

A. তামিলনাড়ু

B. কর্ণাটক

C. গুজরাট

D. কেরালা

Correct answer: D. কেরালা


44. বর্তমানে ক'টি দেশ রাস্ট্রপুঞ্জের সদস্য ?

A. ১২২

B. ১৯১

C. ১৯৩

D. ১৯৬

Correct answer: C. ১৯৩



45. আর্কিমিডিসের নীতি বস্তুর কোন ধর্মের কথা বলে ?

A. প্লবতা

B. ভর

C. ভার

D. অভিকর্ষ

Correct answer: A. প্লবতা

46. প্রনবের প্রেয়সী [ প্রেসিডেন্ট'স লেডি ] বইটির লেখিকা কে ? 

A. সঙ্গীতা ঘোষ

B. শ্রীলেখা দাস

C. ঝুমা লাহিড়ী

D. সৌনি দে

Correct answer: A. সঙ্গীতা ঘোষ

47. দিল্লির বর্তমান পুলিশ কমিশনার কে ?

A. বিশ্ময় পট্টনায়ক

B. অমূল্যকুমার পট্টনায়ক

C. অনন্তকুমার পট্টনায়ক

D. ঔরিশ রায়চৌধুরি

Correct answer: B. অমূল্যকুমার পট্টনায়ক

48. সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ?

A. ঈশ্বরচন্দ্র গুপ্ত

B. কেশবচন্দ্র সেন

C. শিশিরকুমার ঘোষ

D. অরবিন্দ ঘোষ

Correct answer: A. ঈশ্বরচন্দ্র গুপ্ত

48. মনিপুরের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?

A. মাউন্ট ইসো

B. মাউন্ট মনিপু

C. কঙ্গো কোন্ডো

D. আরমা কোন্ডা

Correct answer; A. মাউন্ট ইসো

49. দান্ডেলি ওয়ার্ল্ড স্যাংচুয়ারি কোথায় অবস্থিত ? 

A. কেরালা

B. উড়িষ্যা

C. কর্ণাটক

D. চেন্নাই

Correct answer: C. কর্ণাটক

50. মাতাটীলা  জলবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত ?

A. মধ্যপ্রদেশ

B. উত্তরপ্রদেশ

C. তামিলনাড়ু

D. জম্মু

Correct answer: B. উত্তরপ্রদেশ





No comments:

New Updates

Most Important General Knowledge in hindi

150 Most Impprtant GK with Answer 1. हीटर के तार किस चीज के बने होते है?उत्तर – नाइक्रोम 2. लोहे पर जंग लगने से उसका भार –उत्तर – बढ़ता ...