Tuesday, December 19, 2017

Bengali Current Affairs G.K. Mock Test

Thought Of The Day "Each and every person himself i a teacher for Guiding his Own Personality." ------ Nandu Sir (Adra)










Bengali Current Affairs G.K.




কারেন্ট অ্যাফেয়ার্স জিকে


01. ২০১৭ ওয়ার্ল্ড সাউন্ড ট্র্যাক পুরষ্কারে কোন ভারতীয় মননীত হয়েছেন ?



উঃ এ আর রহমান



02. নীতি আয়োগের জাতীয় অনুষ্ঠানটি ভারতের কোথায় অনুষ্ঠিত হল ?



উঃ নিউ দিল্লী



03. মঙ্গোলিয়ার নতুন রাষ্ট্রপতি কে হলেন ?



উঃ খালত্ম্যাগিন বাটুল্গ্যা



04. গোল্ডেন পিকক এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট পুরস্কারটি কোন কোম্পানীকে দেওয়া হল ?



উঃ ড্যানফোস ইন্ডিয়া



05. ২০১৭ ফর্মুলা ওয়ান অস্ট্রিয়ান গ্র্যান্ড প্রিক্স প্রতিযোগিতায় কে জয়ী হলেন ?



উঃ ভ্যাল্টেরি বুটাস



06. Livelihood Intervention & Facilitation of Entrepreneurship - প্রকল্পটি ভারতের কোন রাজ্যে চালু করা হল ?



উঃ মেঘালয়



07. ডিপার্টমেন্ট অফ ইকোনোমিক অ্যাফেয়ার্স -এর নতুন সেক্রেটারি কে হলেন ?



উঃ সুভাষ গার্গ



08. বিশ্ব পেট্রোলিয়াম কংগ্রেসের আন্তর্জাতিক সম্মেলন সম্প্রতি কোথায় অনুষ্ঠিত হল ?



উঃ টার্কি



09. ২০১৭ মারুতি সুজুকি  লিভিং লেজেন্ট অফ দ্য ইয়ার পুরষ্কার কোন খেলোয়াড়কে দেওয়া হল ?



উঃ মিলখা সিং



10. দান্ডেলি ওয়ার্ল্ড স্যাংচুয়ারি কোথায় অবস্থিত ?



উঃ কর্ণাটক



11. BCCC -এর নতুন চেয়ারপার্সন কে হলেন ?



উঃ জাস্টিস বিক্রমজিত সেন



12. ' নরেন্দ্র মোদিঃ দ্য মেকিং অফ এ লেজেন্ড ' - বইটির লেখক কে ?



উঃ বিন্দেশ্বর পাঠক



13. অরনামেন্টাল ফিস হ্যাচারি স্থাপন করতে চলেছে কোন রাজ্য ?



উঃ হরিয়ানা



14. সদ্য প্রয়াত নোবেল প্রাপক লিউ জিয়াবো কোন দেশের বাসিন্দা ছিলেন ?



উঃ চীন



15. ২০১৭ এশিয়ান আথলেটিক্স চ্যাম্পিয়ানশীপে সোনা জয়ী সুধা সিং কীসের সাথে যুক্ত ?



উঃ স্টিপল চেজ



16. ২০১৭ ফ্যামিলি প্ল্যানিং সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে ?



উঃ ইউনাইটেড কিংডমে



17. পানগোলাখা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কোথায় অবস্থিত ?



উঃ সিকিম



18. সাউথ চায়না সমুদ্রের কিছু অংশের নাম বদলে কি রাখল ইন্দোনেশিয়া ?



উঃ নর্থ নাটুনা সমুদ্র



19. ২০১৭ স্কচ কন্সাল্টেন্সি সার্ভিসেস ' পারসোনালিটি অফ দা ইয়ার ' কে হলেন ?



উঃ বিজয়া ব্যাঙ্কের সিইও কিশোর সানসি



20 সম্প্রতি শ্রীনগর মিউনিসিপাল কর্পোরেশনের দূত করা হল ?



উঃ বিলাল ধর



21. ইউনিসেফের গ্লোবাল গুডউইল অ্যাম্বাসেডর হলেন কোন প্রাবাসী ভারতীয় ?



উঃ লিলি সিং



22. জ্যাভলিন থ্রো- তে ২০১৭ প্যারাঅ্যাথলেটিক চ্যাম্পিয়ানশীপে সোনা জিতেছেন কোন ভারতীয় ?



উঃ সুন্দর সিং



23. প্রনবের প্রেয়সী [ প্রেসিডেন্ট'স লেডি ] বইটির লেখিকা কে ?



উঃ সঙ্গীতা ঘোষ



24. কোন দেশ সম্প্রতি কন্সটিন্টিউয়েন্সী  ডিলিমিটেশন কমিশন স্থাপন করেছে ?



উঃ নেপাল



25. সম্প্রতি প্রয়াত মারিয়ম মির্জাখানী কীসের সাথে যুক্ত ছিলেন ?



উঃ ফিল্ড ম্যাথামেটিক্স




26 জিএসটি -এর নতুন ওয়েব পেজ চালু করলো কোন সংস্থা ?



উঃ PIB



27.জিএসটি এর সম্পূর্ণ টেকনোলজি তৈরি করতে ও রক্ষণাবেক্ষণ করার জন্য ইনফোসিসকে  কত টাকা কন্ট্রাক্ট দেওয়া হয়েছে ?



উঃ ১৩৮০ কোটি টাকা



28. ১লা জুলাই ভারতে কোন দিবস পালন করা হয় ?



উঃ ন্যাশানাল ডক্টরস ডে



29. ভারতের নতুন অ্যাটর্নি জেনারেল পদে কে নিয়োগ হলেন ?



উঃ কে কে ভেনুগোপাল



30. তাকেহিকো নাকাও কোন ব্যাঙ্কের প্রেসিডেন্ট ?



উঃ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের



31. ভারতের ইলেকশান কমিশনের নতুন চিফ কমিশনার হিসাবে কে নিয়োগ হলেন ?



উঃ এ কে জ্যোতি



32.পর্যটনে উন্নয়ন করার জন্য সম্প্রতি কেন্দ্র সরকার পুদুচ্চেরীকে কত টাকা দিল ?



উঃ ১০৭ কোটি টাকা



33. লক্ষ্মন রাওয়াত কোন খেলার সাথে যুক্ত ?



উঃ স্নুকার



34.সম্প্রতি কোন ফুলকে মোদির নাম দেওয়া হল ?



উঃ ইজরায়েলের ক্রিসেন্থামাম



35. ন্যাশানাল ডিসাস্টার রেসপন্স ফোর্সে নতুন চীফ কে হলেন ?



উঃ সঞ্জয় কুমার



36. ' দ্রি ' উৎসব কোন রাজ্যে পালিত হয় ?



উঃ অরুনাচল প্রদেশ



37. ১৯শে জুলাই কোন দিবস পালিত হল ?



উঃ সেফ পাবলিক সেক্টর ব্যাঙ্ক দিবস



38. ' জি রাইড' অ্যাপটি কোন রাজ্যে চালু হল ?



উঃ কর্ণাটক



39. হংকং এর প্রথম মহিলা চিফ একজিকিউটিভ কে হলেন ?



উঃ কেরি ল্যাম



40. ক্রিয়েটিভ ইন্ডিয়া , ইনোভেটিভ ইন্ডিয়া - স্কিমটি কীসের সাথে যুক্ত ?



উঃ আই পি আর অ্যাওয়ারনেস ।



41. সম্প্রতি ইন্ডিয়ান অয়েল ডিল এর সাথে কোন দেশ যুক্ত হল ?



উঃ ভিয়েতনাম



42. সম্প্রতি ন্যাটোর ২৯তম সদস্য হল কোন দেশ ?



উঃ মন্টেনিগ্রো



43. ২০১৭ এশিয়ান আথলেটিক্স চ্যাম্পিয়ানশীপে ভারত ক'টি স্বর্ণপদক পেয়েছে ?



উঃ ১২টি



44. এলিভেট ১০০ - স্কিমটি কীসের সাথে যুক্ত ?



উঃ ইন্ডিয়ান স্টার্টআপ কোম্পানি



45. ' বুদ্ধিগন্ধকী হাইড্রোপাওয়ার ' প্রোজেক্টটি কোন দেশের ?



উঃ নেপাল



46. সুব্রত পাল কোন খেলার সাথে যুক্ত ?



উঃ ফুটবল



47. আমেদাবাদ - সম্প্রতি কোন আন্তর্জাতিক মর্যাদা পেল ?



উঃ ওয়ার্ল্ড হেরিটেজ



48. সম্প্রতি চালু হওয়া 'ট্যাক্স পেয়ার সার্ভিস মডিউল '- এর নাম কি ?



উঃ আয়কর সেতু



49. ১১ই জুলাই কোন দিবস পালিত হল ?



উঃ ওয়ার্ল্ড পপুলেশান ডে



50. ভারতের কোথায় সম্প্রতি অনলাইন আর-টি-আই চালু করলো ?



উঃ দিল্লি








সংখেপে বিভিন্ন সঘের প্রতিস্থাপকের নাম






প্রতিষ্ঠানের নাম ঃ প্রতিষ্ঠাতার নাম



তত্ববোধিনী সভা ঃ দেবেন্দ্রনাথ ঠাকুর



স্কুল বুক সোসাইটি ঃ ডেভিড হেয়ার ও রামমোহন রায়



আত্মীয় সভা ঃ রামমোহন রায়



অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশান ঃ হেনরি ভিভিয়ান ডিরজিও



নববিধান ব্রাহ্মসমাজ ঃ কেশব চন্দ্র সেন



ব্রাহ্ম সভা ঃ রামমোহন রায়



আর্য সমাজ ঃ দয়ানন্দ সরস্বতী



প্রার্থনা সমাজ ঃ আত্মারাম পান্ডুরাম



ভারত সভা ঃ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়



ডন সোসাইটি ঃ সতীশ্চন্দ্র মুখোপাধ্যায়



অনুশীলন সমিতি ঃ সতীশচন্দ্র বসু



আজাদ হিন্দ সঙ্ঘ ঃ রাসবিহারী বসু



স্বরাজ দল ঃ চিত্তরঞ্জন দাশ ও মতিলাল নেহেরু



হোমরুল লীগ ঃ অ্যানি বেসান্ত ও বালগঙ্গাধর তীলক



ফরোয়ার্ড ব্লক ঃ সুভাষচন্দ্র বসু



মুসলিম লীগ ঃ নবাব সলিমুল্লাহ



কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় ঃ পন্ডিত মদনমোহন মালব্য



গদর দল ঃ লালা হরদয়াল



ভারতের স্বাধীনতা সমিতি ঃ লালা হরদয়াল



মিত্রমেলা ও অভিনব ভারত ঃ বিনায়ক দামোদর সাভারকার



ভারতীয় হোমরুল সোসাইটি ঃ শ্যামাজী কৃষ্ণবর্মা



ফ্রী ইন্ডিয়া সোসাইটি ঃ ভিখাজী রুস্তম কামা



আলিগড় বিশ্ববিদ্যালয় ঃ স্যার সৈয়দ আহমেদ



ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশান ঃ দাদাভাই নৌরজী



জাতীয় কংগ্রেস ঃ অ্যালান অক্টোভিয়ান হিউম



ফোর্ট উইলিয়াম কলেজ ঃ লর্ড ওয়েলেসলী








কোন কাপ কবে কোন দেশে শুরু





প্রতিযোগিতার নাম ঃ কোন খেলা ঃ কত সালে শুরু ঃ কোথায় প্রথম হয়



► আই সি সি বিশ্বকাপ [ ক্রিকেট ] - ১৯৭৫ সালে - ইংল্যান্ডে



►আই সি সি মহিলা বিশ্বকাপ [ ক্রিকেট ] - ১৯৭৩ - ইংল্যান্ডে



►আই সি সি চ্যাম্পিয়ান্স ট্রফি [ ক্রিকেট ]- ১৯৯৮ - বাংলাদেশ



►এশিয়া কাপ [ ক্রিকেট ] - ১৯৮৪ - শারজা



►গাভাসকার বর্ডার ট্রফি [ ক্রিকেট ] - ১৯৯৬-৯৭ - ভারত



►অ্যাসেজ [ ক্রিকেট ] - ১৯৮২-৮৩ - ইংল্যান্ড



►আই সি সি ওয়ার্ল্ড টি ২০ [পুরুষ] [ ক্রিকেট ] - ২০০৭ - দঃ আফ্রিকা



►আই সি সি ওয়ার্ল্ড টি ২০ মহিলা [ ক্রিকেট ] - ২০০৯ - ইংল্যান্ড



►ফিফা ওয়ার্ল্ড কাপ [ ফুটবল ] - ১৯৩০ - উরুগুয়ে



►ফিফা কনফেডারেশান কাপ [ ফুটবল ] - ১৯৯২ - সৌদি আরব



►অলিম্পিক [ বিভিন্ন খেলা ] - ১৮৯৬ - গ্রীস



►শীতকালীন অলিম্পিক [ বিভিন্ন খেলা ] - ১৯২৪ - ফ্রান্স



►যুব অলিম্পিক [ বিভিন্ন খেলা ] - ২০১০ - সিঙ্গাপুর



►আই .এ.এ.এফ বিশ্ব অ্যাথলেটিক চ্যাম্পিয়ানশীপ [ অ্যাথলেটিক ] - ১৯৮৩ - ফিনল্যান্ড



►কমনওয়েলথ গেমস [ বিভিন্ন খেলা ] - ১৯৩০ - কানাডা



►সাফ গেমস [ বিভিন্ন খেলা ] - ১৯৮৪ - নেপাল



►সাফ গেমস [ ফুটবল ] - ১৯৯৩ - পাকিস্তান



►বিশ্বকাপ হকি - ১৯৭১ - স্পেন



►আজলানশাহ কাপ [ হকি ] - ১৯৮৩ - মালেয়শিয়া



►এশিয়া কাপ হকি - ১৯৮২ - পাকিস্তান



►বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশীপ - ১৯৭৪ - কিউবা



►কোপা আমেরিকা [ ফুটবল ] - ১৯১৬ - আর্জেন্টিনা



►বিশ্ব ভারত্তোলন চ্যাম্পিয়ানশীপ - ১৮৯১ - লন্ডন



►উবের কাপ [ মহিলা ব্যাডমিন্টন ] - ১৯৫৭ - ইংল্যান্ড



►থমাস কাপ [ পুরুষ ব্যাডমিন্টন ] - ১৯৪৯ - ইংল্যান্ড



►এশিয়ান গেমস [ বিভিন্ন ] - ১৯৫১ - ভারত



►ইউরো কাপ [ ফুটবল ] - ১৯৬০ - ফ্রান্স








বিভিন্ন ফিল্ডে প্রথম ২৫ জন বাঙালী মহিলা





► প্রথম বাঙালী মহিলা গ্র্যাজুয়েট ঃ কাদম্বিনী গাঙ্গুলী ও চন্দ্রমুখী বসু



► প্রথম বাঙালী মহিলা পি এইচ ডি উপাধি পান ঃ প্রভাবতী দাশগুপ্ত



► প্রথম বাঙালী মহিলা ঔপন্যাসিক ও জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট সদস্য ঃ স্বর্ণ কুমারী দেবী



► প্রথম বাঙালী মহিলা রাজ্যপাল ও জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট ঃ সরোজিনী নাইডু



► প্রথম বাঙালী মহিলা ডাক্তার ঃ ডাঃ কাদম্বিনী গাঙ্গুলী



► প্রথম বাঙালী মহিলা মহিলা কর্পোরেশনের কাউন্সিলার - সরোজিনী দে



► প্রথম বাঙালী মহিলা বিশ্ববিদ্যালয়ের ফেলো - সরলা রায়



► প্রথম বাঙালী মহিলা শহীদ - প্রীতিলতা ওয়াদ্দেদার



► প্রথম বাঙালী মহিলা এম এ - চন্দ্রমুখী বসু ও কামিনী রায়



► প্রথম বাঙালী মহিলা বিলাত যাত্রী - চন্দ্রলেখা বসু



► প্রথম বাঙালী মহিলা মুখ্যমন্ত্রী - সুচেতা কৃপালিনী



► প্রথম বাঙালী মহিলা  প্রেমচাঁদ রায়চাঁদ স্কলার - বিভা মজুমদার



► প্রথম বাঙালী মহিলা ইংরেজ ভাষার কবি - তরু দত্ত



► প্রথম বাঙালী মহিলা বিচারপতি - পদ্মা খাস্তগীর ও মঞ্জুলা বসু



► প্রথম বাঙালী মহিলা ইংলিশ চ্যানেল সন্তরনে শ্রেষ্ঠ স্থান অধিকারিণী - আরতি সাহা



► প্রথম বাঙালী মহিলা বিমান চালিকা - দূর্বা বন্দ্যোপাধ্যায়



► প্রথম বাঙালী মহিলা অনারারী ম্যাজিস্ট্রেট - প্রভা বন্দ্যোপাধ্যায়



► প্রথম বাঙালী মহিলা আই সি এস - রমা মজুমদার



► প্রথম বাঙালী মহিলা সুপ্রিম কোর্টের বিচারপতি - রুমা পাল



► প্রথম বাঙালী মহিলা শেরিফ - সুচিত্রা মিত্র



► প্রথম বাঙালী মহিলা ডি এস সি - অসীমা চট্টোপাধ্যায়



► প্রথম বাঙালী মহিলা ভাইস চ্যান্সেলর - ডঃ রমা চৌধুরী



► প্রথম বাঙালী মহিলা কুমেরু অভিযানে যাওয়া যাত্রী - সুদীপ্তা সেনগুপ্ত



► প্রথম বাঙালী মহিলা এভারেস্ট জয়ী - ছন্দা গায়েন



► প্রথম বাঙালী মুসলিম মহিলা ডাক্তার - জোহরা বেগম কাজী







রাজ্যভিত্তিক ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ





রাজ্যের নাম ঃ সর্বোচ্চ শৃঙ্গ ঃ পর্বতমালা/অঞ্চল ঃ উচ্চতা



♦ অন্ধ্রপ্রদেশ ঃ আর্মা কোন্ডা ঃ পূর্বঘাট ঃ ১৬৮০ মিটার



♦ অরুনাচল প্রদেশ ঃ কঙ্গটো ঃ পূর্ব হিমালয় ঃ ৭০৯০ মিটার



♦ অসম ঃ নামহীন শৃঙ্গ ঃ ডিমা হাসাও জেলা ঃ ১৯৬০ মিটার



♦ বিহার ঃ সোমেশ্বর ফোর্ট ঃ চম্পারন জেলা ঃ ৮৮০ মিটার



♦ ছত্তিশগড় ঃ বৈলাডিয়া রেঞ্জ ঃ দান্তেওয়াড়া জেলা ঃ ১২৭৬ মিটার



♦ গোয়া ঃ সোসোগদ ঃ পশ্চিমঘাট ঃ ১০২২ মিটার



♦ গুজরাট ঃ গিরনার ঃ জুনাগড় জেলা ঃ ১১৪৫ মিটার



♦ হরিয়ানা ঃ করোহ শৃঙ্গ ঃ মোরনি পাহাড় ঃ ১৪৯৯ মিটার



♦ হিমাচলপ্রদেশ ঃ রিয়ো পুরগিল ঃ পশ্চিম হিমালয় ঃ ৬৮১৬ মিটার



♦ জম্মু ও কাশ্মীর ঃ কে-২ ঃ কারাকোরাম ঃ ৮৬১১ মিটার



                          ঃ সালতোরো কাঙ্গরি ঃ কারাকোরাম ঃ ৭৭৪২ মিটার



♦ ঝাড়খন্ড ঃ পরেশনাথ ঃ পরেশনাথ পাহাড় ঃ ১৩৬৬ মিটার



♦ কর্ণাটক ঃ মুল্যায়নাগিরি ঃ পশ্চিমঘাট ঃ ১৯২৫ মিটার



♦  কেরালা ঃ আনাইমুদি ঃ পশ্চিমঘাট ঃ ২৬৯৫ মিটার



♦ মধ্যপ্রদেশ ঃ ধুপগড় ঃ সাতপুরা ঃ ১৩৫০ মিটার



♦ মহারাষ্ট্র ঃ কালসুবাই ঃ পশ্চিমঘাট ঃ ১৬৪৬ মিটার



♦ মণিপুর ঃ মাউন্ট ইসো ঃ সেনাপতি জেলা ঃ ২৯৯৪ মিটার



♦ মেঘালয় ঃ শিলং শৃঙ্গ ঃ খাসি পাহাড় ঃ ১৯৬৫ মিটার



♦ মিজোরাম ঃ ফংপুই ঃ সইহা জেলা ঃ ২১৬৫ মিটার



♦ নাগাল্যান্ড ঃ সারামতি ঃ নাগা পর্বত ঃ ৩৮৪১ মিটার



♦ ওড়িশা ঃ দেওমালি ঃ পূর্বঘাট ঃ ১৬৭২ মিটার



♦ পাঞ্জাব ঃ নাম নেই [ নয়না দেবী ] ঃ রূপনগর জেলা ঃ ১০০০মিটার



♦ রাজস্থান ঃ গুরু শিখর ঃ আরাবলি ঃ ১৭২২ মিটার



♦ সিকিম ঃ কাঞ্চনজঙ্ঘা ঃ পূর্ব হিমালয় ঃ ৮৫৯৮ মিটার



♦ তামিলনাড়ু ঃ দোদাবেত্তা ঃ নীলগিরি পর্বত ঃ ২৬৩৬ মিটার



♦ তেলেঙ্গানা ঃ লক্ষ্মীদেবীপল্লী ঃ দাক্ষিনাত্য মালভূমি ঃ ৬৭০ মিটার



♦ ত্রিপুরা ঃ বেতালংছিপ ঃ জাম্পুই পাহাড় ঃ ১০৯৭ মিটার



♦ উত্তর প্রদেশ ঃ আমসট শৃঙ্গ ঃ শিবালিক পর্বত ঃ ৯৫৭ মিটার



♦ উত্তরাখন্ড ঃ নন্দাদেবী ঃ গাড়োয়াল হিমালয় ঃ ৭৮১৬ মিটার



♦ পশ্চিমবঙ্গ ঃ সান্দাকফু ঃ পূর্ব হিমালয় ঃ ৩৬৩৬ মিটার












স্বামী বিবেকানন্দ সম্বন্ধে  ২৫ টি প্রশ্ন






১। স্বামী বিবেকানন্দের বংশে আর একজন সন্যাসী হয়েছিলেন , তাঁর নাম কি ?



উঃ স্বামীজীর ঠাকুরদা - দুর্গাপ্রসাদ দত্ত ।



২। স্বামী বিবেকানন্দের দিদির নাম কি ?



উঃ স্বর্ণময়ী ।



৩। স্বামীজীর দুই ভাইয়ের নাম কি ছিল ?



উঃ মহেন্দ্রনাথ ও ভূপেন্দ্রনাথ



৪। স্বামী বিবেকানন্দ কি বারে জন্মেছিলেন ?



উঃ ১৮৬৩ সালের ১২-ই জানুয়ারী , সোমবার ।



৫। স্বামীজীর ডাক নাম 'বিলে' হল কিকরে ?



উঃ মায়ের রাখা নাম ' বীরেশ্বর ' থেকেই ডাক নাম হয়ে যায় ' বিলে ' ।



৬। ১৮৯৭ সালে প্রবেশিকা পরীক্ষায় নরেন্দ্রনাথ প্রথম বিভাগে পাশ করেছিলেন , এই খুশীতে তাঁর বাবা কি উপহার দিয়েছিলেন ?



উঃ একটি রূপোর ঘড়ি



৭। ছাত্রজীবনে কোন অনুষ্ঠানে বিবেকানন্দ ইংরাজীতে আধঘন্টা বক্তৃতা দিয়েছিলেন ?



উঃ ' মেট্রোপলিটন ইন্সটিটিউশানে ' এক শিক্ষকের বিদায় অভিনন্দন অনুষ্ঠানে ।



৮। কোন ওস্তাদের কাছে নরেন্দ্রনাথ সঙ্গীত শিক্ষা নিয়েছিলেন ?



উঃ বেণী ওস্তাদ



৯। নরেন্দ্রনাথ তবলা ও পাখোয়াজ বাজানো শিখেছিলেন কার কাছে ?



উঃ কাশীনাথ ঘোষাল



১০। স্বামী বিবেকানন্দ পরিব্রাজক রূপে দেশ ভ্রমন কালে কি কি ছদ্মনাম নিয়েছিলেন ?



উঃ বিবিদিষানন্দ , স্বামী বিবেকানন্দ , স্বামী সচ্চিদানন্দ



১১। কাশীতে স্বামী বিবেকানন্দের সঙ্গে কোন মহাপুরুষদের সাক্ষাৎ হয় ?



উঃ পূজ্যপাদ ত্রৈলঙ্গ স্বামী ও স্বামী ভাস্তরনন্দ



১২। স্বামীজীর প্রথম সন্ন্যাসী শিষ্য স্বামী সদানন্দ । কোন স্টেশনের ষ্টেশন মাস্টার ছিলেন ?



উঃ বৃন্দাবন থেকে হরিদ্বার যাওয়ার পথে অবস্থিত হাতরাস রেলস্টেশনের ।



১৩। স্বামী বিবেকানন্দ যে জাহাজে বিদেশে গেছিলেন তার নাম কি ?



উঃ পেনিনসুলা



১৪। জাহাজে স্বামীজীর সাথে কোন ভারতীয় সঙ্গী ছিলেন ?



উঃ ব্যারিস্টার ছবিল দাস । ইনি জাপান যাচ্ছিলেন ।



১৫। কোন দিনে স্বামীজী জাহাজে উঠেছিলেন ?



উঃ ১৮৯৩ সালের ৩১শে মে ।



১৬। ২য় বার কবে স্বামীজী লন্ডনে যান ?



উঃ ১৮৯৬ সালের ১৫ই এপ্রিল



১৭। রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে স্বামীজীর সাক্ষাৎ হয় কত সালে ?



উঃ ১৮৯৯ সালে



১৮। স্বামীজী তাঁর প্রিয় শিষ্যা এমিলি আস্পিলনকে কি নামে ডাকতেন ?



উঃ কল্যানী



১৯। স্বামীজীর প্রিয় ছাগলছানার ও কুকুরের নাম কি ছিল ?



উঃ ছাগলছানার নাম ছিল - মটরু , কুকুরের নাম ছিল - বাঘা ।



২০। স্বামীজীর রচিত দুটি শিবের গান কী কী ?



উঃ  "  তাথৈয়া তাথৈয়া নাচে ভোলা " ও " হর হর হর ভূতনাথ পশুপতী "



২১। স্বামীজী একটি স্তোত্র রচনা করেন , এটির নাম কি  ?



উঃ অম্বাস্তোত্র



২২। নিবেদিতার মতে স্বামীজী কোন ত্রিধারার সম্মিলনে সংগঠিত ব্যাক্তিত্ব ?



উঃ গুরু , গীতা ও গঙ্গা [ শ্রীরামকৃষ্ণ , হিন্দুধর্ম ও ভারতবর্ষ ]



২৩। স্বামীজী কাকে ' বিরজা ' বলে ডাকতেন ?



উঃ শিষ্যা শ্রীযুক্তা এডিথ অ্যালান



২৪। স্বামীজী কার অনুরোধে ' নাসদীয় সূত্রটি ' অনুবাদ করেছিলেন ?



উঃ আচার্য জগদীশ চন্দ্র বোস



২৫। তাজমহল সম্বন্ধে স্বামীজী কি বলেছেন ?



উঃ " ভারতীয় শিল্প এককালে কী অদ্ভুত উৎকর্ষই না লাভ করেছিল । এই অত্যাশ্চর্য সৌধের প্রতি বর্গ ইঞ্চি স্থান ধৈর্যসহকারে সারাদিন ধরিয়া দেখিতে হয় । এবং সম্পূর্ণরূপে ইহার সৌন্দর্য উপভোগ করিতে হইলে অন্তঃত ছয় মাস দরকার ।








বিজ্ঞানের অজানা ও মজাদার কিছু নলেজ





প্রশ্নঃ মেট্রো রেলে বায়ু সংশোধনের জন্য কোন গ্যাস ব্যবহৃত হয় ?



উঃ H2O2



প্রশ্নঃ সদ্যজাত শিশুর দেহে হাড়ের সংখ্যা কত থাকে ?



উঃ ৩৫০ টি



প্রশ্নঃ মানুষের চোখ কত রকমের রঙ চিনতে পারে ?



উঃ  ১ কোটির বেশী



প্রশ্নঃ কালার ব্লাইন্ড রুগী কোন কোন রঙ মূখ্যত চিনতে পারে না ?



উঃ লাল ও সবুজ



প্রশ্নঃ মানবদেহে কোন দুটি অংশ ১ মিনিটের জন্য বিশ্রাম পায় না ?



উঃ হৃৎপিণ্ড ও বৃক্ক



প্রশ্নঃ হ্যানসেন ডিজিজ কোন রোগকে বলা হয় ?



উঃ কুষ্ঠ-কে



প্রশ্নঃ গ্যালিলিও যে বছর মারা যান সেই বছর কোন বিখ্যাত বৈজ্ঞানিক জন্মান ?



উঃ আইজ্যাক নিউটন [ ১৮৬২ ]



প্রশ্নঃ বিমানে থাকা ব্ল্যাকবক্স এর রঙ কি ?



উঃ উজ্জ্বল কমলা



প্রশ্নঃ বৃষ্টির জলে কোন ভিটামিন থাকে ?



উঃ বি ১২



প্রশ্নঃ ঢেকিছাটা চালে কোন ভিটামিন থাকে ?



উঃ থায়ামিন



প্রশ্নঃ জ্যামিতি শাস্ত্রের উপর প্রথম আলোকপাত করেন কে ?



উঃ ইউক্লিড



প্রশ্নঃ ইউটিউবে প্রথম ভিডিও আপলোড করেন কে ?



উঃ জাভেদ করিম , ২৩ এপ্রিল ২০০৫ তারিখে



প্রশ্নঃ ইংরাজির Run শব্দের কতরকমের অর্থ হয় ?



উঃ ৮৩২ রকমের



প্রশ্নঃ গুড় থেকে প্রথম চিনি আবিস্কার হয় কোন দেশে ?



উঃ চিনে , সেই কারনেই এর নাম ' চিনি '



প্রশ্নঃ সুরমাতে কোন যৌগ থাকে ?



উঃ লেড সালফাইড



প্রশ্নঃ নিজের আয়তনের থেকে বড় ডিম পাড়ে কোন পাখি ?



উঃ কিউই পাখি



প্রশ্নঃ একটি আখরোট গাছ বছরে গড়ে কত ফল দেয় ?



উঃ প্রায় ১ লক্ষ



প্রশ্নঃ মানুষ ছাড়া আর কোন প্রানী হাসতে পারে ?



উঃ মানুষ ছাড়া একমাত্র শিম্পাঞ্জী হাসতে পারে ।



প্রশ্নঃ কোন প্রানীর পুরুষেরা সন্তান প্রসব করে ?



উঃ সী-হর্স



প্রশ্নঃ মশার ডানা ১ সেকেন্ডে কতবার ওঠা নামা করে ?



উঃ গড়ে ৫০০ থেকে ৬০০ বার ।



প্রশ্নঃ কোন পাখী উড়তে উড়তে ডিম পাড়ে ?



উঃ হোমা পাখী



প্রশ্নঃ কোন প্রানীর ১১ টি মাথা থাকে ?



উঃ রেশম মথ



প্রশ্নঃ কোন প্রানীর সবথেকে বেশী দাঁত থাকে ?



উঃ জলচর শামুকের ।



প্রশ্নঃ  কোন সামুদ্রিক প্রানী পিছন দিকে সাঁতার কাটতে পারে ?



উঃ অক্টোপাস





আবিস্কার    ঃ আবিস্কারকের নাম  ঃ সাল



জেট ইঞ্জিন ঃ স্যার ক্যাংক হুইটল ঃ ১৯৩৭



ফোটোকপি ঃ চেস্টার কার্লসন ঃ ১৯৩৮



ডিডিটি ঃ পল মুলার ঃ ১৯৩৯



মিসাইল ঃ হারবার্ট ওয়েগনার ঃ ১৯৪৩



ব্যালেস্টিক মিসাইল ঃ ওয়ার্নাহার ভনব্রন ঃ ১৯৪৪



আণবিক বোমা ঃ জে রবার্ট ওপেনহাইমার ঃ ১৯৪৫



বিকিনি ঃ লুই রিয়ার্ড ঃ ১৯৪৬



খাদ্য প্রক্রিয়াকরন ঃ কেনেথ উড ঃ ১৯৪৭



ট্রানজিস্টর ঃ জন বারডিন , উইলিয়াম শকলি , ওয়াল্টার ব্যাটন ঃ ১৯৪৮



ক্রেডিট কার্ড ঃ র‍্যালফ শেইডার ঃ ১৯৫০



হাইড্রোজেন বোমা ঃ এডওয়ার্ড টেলর ঃ ১৯৫২



ননস্টিক প্যান ঃ মার্ক গ্রেগইয়র ঃ  ১৯৫৪



অপটিক্যাল ফাইবার ঃ নবিন্দর কাপানি ঃ ১৯৫৫



হোভার ক্রাফট ঃ ক্রিস্টোফার ককারেল ঃ ১৯৫৫



পেসমেকার ঃ গ্রেটবাখ ঃ ১৯৫৬



ভিডিও রেকর্ডার ঃ অ্যামপেক্স কোম্পানী ঃ ১৯৫৬



কৃত্রিম হৃৎপিণ্ড ঃ উইলেম কলফ ঃ ১৯৫৭



মাইক্রোচিপ ঃ জ্যাক সেন্টক্লেয়ার কিলবি ঃ ১৯৫৮



লেজার ঃ থিয়োডার মেইমান ঃ ১৯৬০



অডিও ক্যাসেট ঃ ফিলিপস কোম্পানী ঃ ১৯৬৩



আক্রিলিক কালার ঃ রিভস লিমিটেড ঃ ১৯৬৪



ভিডিও ক্যাসেট ঃ সোনি কোম্পানী ঃ ১৯৬৯



মাইক্রোপ্রসেসর ঃ হফ নয়েস ও গরডেন মুর ঃ ১৯৭১



পকেট ক্যালকুলেটর ঃ কিলবি , ট্যাসেল ও মেরিম্যান ঃ ১৯৭২



ডি এন এ ক্লোনিং ঃ বয়ার , কোহেন ঃ ১৯৭৩



সিটিস্ক্যান ঃ হনস্ফিল্ডঃ  ১৯৭৩



সুপার কম্পিউটার ঃ জে এইচ ভান টাসেল ঃ ১৯৭৬



আলট্রা সোনোগ্রাফি ঃ ইয়ান ডোনাল্ড ঃ ১৯৭৯



সিডি ঃ সোনি ও ফিলিপ্স ঃ ১৯৭৯



কম্পিউটার ঃ চার্লস ব্যাবেজ ঃ ১৯৭৯



এইচ আই ভি [ এইডস ] ঃ মর্টা নিয়ার ঃ ১৯৮৪



ল্যাপটপ কম্পিউটার ঃ সিনক্লেয়ার ঃ ১৯৮৭



WWW : টিম বার্নারস লি ঃ ১৯৮৯













# ভারতের কোথায় কোন মিউজিয়াম জিকে #

মিউজিয়ামের নাম ঃ  অবস্থান

✓ গুরুসদয় সংগ্রহশালা ঃ কোলকাতা

✓ আশুতোষ মিউজিয়াম ঃ কোলকাতা

✓ গভমেন্ট মিউজিয়াম ঃ ব্যাঙ্গালুরু

✓ ন্যাশানাল আর্ট গ্যালারী ঃ দিল্লি

✓ বঙ্গীয় সাহিত্য পরিষদ মিউজিয়াম ঃ কোলকাতা

✓ নালন্দা মিউজিয়াম ঃ বিহার

✓ আর্কিওলজিক্যাল মিউজিয়াম ঃ গোয়ালিওর , হায়দ্রাবাদ

✓ সালারজংগ মিউজিয়াম ঃ হায়দ্রাবাদ

✓ মিউনিসিপ্যাল মিউজিয়াম ঃ আহমেদাবাদ

✓ ভিক্টোরিয়া অ্যান্ড আলবার্ট মিউজিয়াম ঃ মুম্বাই

✓ সেন্ট্রাল মিউজিয়াম ঃ নাগপুর

✓ প্রতাপ সিং মিউজিয়াম ঃ শ্রীনগর

✓ প্রিন্স অফ ওয়েলস মিউজিয়াম ঃ মুম্বাই

✓ সারনাথ মিউজিয়াম ঃ উত্তরপ্রদেশ

✓ বারোদা মিউজিয়াম ঃ বারোদা

✓ ভিক্টোরিয়া হল মিউজিয়াম ঃ উদয়পুর

✓ ইন্ডিয়ান মিউজিয়াম ঃ কোলকাতা

✓ আর্কিওলজিক্যাল মিউজিয়াম ঃ শ্রীরঙ্গপত্তনম

✓ ন্যাশানাল আর্কাইভ ঃ নতুন দিল্লী

✓ প্যালেস কালেকশান মিউজিয়াম ঃ হায়দ্রাবাদ

✓ এলবার্ট মিউজিয়াম ঃ জয়পুর

✓ ফরেস্ট মিউজিয়াম ঃ দেরাদুন

✓ টিপু সুলতান মিউজিয়াম ঃ শ্রীরঙ্গপত্তনম

✓ কার্জন মিউজিয়াম ঃ মথুরা




    30 টি বিখ্যাত সংস্থার প্রতিষ্ঠাতা





► ফেসবুক - এর প্রতিষ্ঠাতা ঃ  মার্ক জুকেরবার্গ

► টুইটার - এর প্রতিষ্ঠাতা ঃ এভান উইলিয়াম , নোয়া গ্লাস , জ্যাক ডোরসি , বিজ স্টোন

► লিঙ্কড ইন - এর প্রতিষ্ঠাতা ঃ রিড হফম্যান , জিন-লুক ভাইল্যান্ট , কন্সটান্টিন জিউরিক

► গুগল - এর প্রতিষ্ঠাতা ঃ ল্যারি পেজ , সারজি বিন

► ইউটিউব - এর প্রতিষ্ঠাতা ঃ চ্যার্ড হারলে , স্টিভ চেন , জাভেদ করিম

► ইয়াহু - এর প্রতিষ্ঠাতা ঃ জেরি ইয়াং , ডেভিড ফিলো

► মাইক্রোসফট - এর প্রতিষ্ঠাতা ঃ বিলগেটস , পল অ্যালেন

► অ্যামাজন - এর প্রতিষ্ঠাতা ঃ জেফ বেজস  ► ফ্লিপকার্ট - এর প্রতিষ্ঠাতা ঃ সচিন বনসল , বিনি বনসল

► স্ন্যাপডিল - এর প্রতিষ্ঠাতা ঃ কুনাল বহেল , রহিত বনসল

► পেটিএম - এর প্রতিষ্ঠাতা ঃ বিজয় শেখর শর্মা

► অ্যাপেল - এর প্রতিষ্ঠাতা ঃ স্টিভ জোভস , রোনাল্ড ওয়েন , স্টিভ ওজনিয়াক

► স্যামসাং - এর প্রতিষ্ঠাতা ঃ লি-বিউং-চিউল

► আইবিএম - এর প্রতিষ্ঠাতা ঃ চার্লস রেনলেট ফ্লিন্ট , থমাস জে ওয়াটসন

► ইনটেল - এর প্রতিষ্ঠাতা ঃ গর্ডন মুর , রবার্ট নয়েস , আন্ড্রু গ্রোভ

► নোকিয়া - ফেডরিক ইডেস্ট্যাম , লিও ম্যাকলিন

► হিউলেট প্যাকার্ড ( এইচ পি ) - এর প্রতিষ্ঠাতা ঃ ডেভিড প্যাকার্ড , উইলিয়াম হিউলেট

► ডেল - এর প্রতিষ্ঠাতা ঃ মাইকেল এস ডেল

► ওরাকেল - এর প্রতিষ্ঠাতা ঃ এড ওটেস , ল্যারি এলিসন , বব মিনার

► সিসকো - এর প্রতিষ্ঠাতা ঃ স্যান্ডি লারনার , লিওনার্ড বোসাক

► এলজি - এর প্রতিষ্ঠাতা ঃ কোন-ইন-হো

► এইচ সি এল - এর প্রতিষ্ঠাতা ঃ শিব নাদার , অর্জুন মালহোত্রা

► মোটোরোলা - এর প্রতিষ্ঠাতা ঃ জোসেফ গ্যাল্ভিন , পল গ্যাল্ভিন

► লেনোভো - এর প্রতিষ্ঠাতা ঃ লিউ চুয়ানঝি

► ভোডাফোন - এর প্রতিষ্ঠাতা ঃ আরনেস্ট হ্যারিসন , গেরি ওয়েন্ট

► এয়ারটেল - এর প্রতিষ্ঠাতা ঃ সুনীল ভারতী মিত্তাল

► জিও -- এর প্রতিষ্ঠাতা ঃ মুকেশ আম্বানী

► শপ ক্লুস - এর প্রতিষ্ঠাতা ঃ রাধিকা আগারওয়াল , সন্দীপ আগারওয়াল , সঞ্জয় শেঠী

► পিন্টারেস্ট - এর প্রতিষ্ঠাতা ঃ পল সায়ারা , বেন সিল্বারমান ,ইভান শার্প

►  ইন্সটাগ্রাম - এর প্রতিষ্ঠাতা ঃ কেভিন সিস্ট্রোম


        ## বিশেষ গুরুত্তপূর্ন  ২৫ টি প্রশ্ন ##


1. জাতীয় বিজ্ঞান কেন্দ্র - কোথায় অবস্থিত ?
উঃ দিল্লি

2. ভারতীয় বায়ুসেনার প্যারাট্রুপারস ট্রেনিংস স্কুল কোথায় অবস্থিত ?
উঃ আগ্রা

3. ' দি সেন্ট্রাল সায়েন্টিফিক রিসার্চ ইন্সটিটিউট ' কোথায় অবস্থিত ?
উঃ চন্ডীগড় ।

4. ইন্ডিয়ান ক্যান্সার রিসার্চ ইন্সটিটইউট - কোথায় অবস্থিত ?
উঃ মুম্বাই

5. ন্যাশানাল ডিফেন্স একাডেমি কোথায় অবস্থিত ?
উঃ খাদাক ভাসলা ।

6. দা সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকিউলার বায়োলজী কোথায় অবস্থিত ?

7. উঃ হায়দ্রাবাদ ।

8. বেলুড় মঠ কোথায় অবস্থিত ?
উঃ কোলকাতা ।

9. বিক্রম সারাভাই মহাকাশ কেন্দ্র কোথায় অবস্থিত ?
উঃ তিরুবন্তপূরম

10. ন্যাশানাল পাওয়ার ট্রেনিং ইন্সটিটিউটের সদর দপ্তর কোথায় ?
উঃ ফরিদাবাদ

11. ন্যাশানাল স্কুল ওফ মাইনস কোথায় অবস্থিত ?
উঃ পুনে

12. ন্যাশানাল ইন্সটিটিউট অফ কমিউনিকেবল ডিসিস - কোথায় অবস্থিত ?
উঃ দিল্লি

13. ফুস্ফুসের মোট বায়ু ধারন ক্ষমতা কত ?
উঃ ৫০০০ মিলি

14. ট্রিপ্সিন কোথাকার উৎসেচক ?
উঃ  অগ্নাশয়ের

15.  কোন বিজ্ঞানী কোষ আবিস্কার করেন ?
উঃ বিজ্ঞানী হুক

16. টিউবিউলিন প্রোটিন অনুপস্থিত কোষের কোথায় ?
উঃ প্লাজমা ঝিল্লি

17. কোন উদ্ভিদের সঞ্চরী পত্র দেখা যায় ?
উঃ ঘৃতকুমারী

18.  লালারসের উৎসেচকটির নাম কি ? উঃ টায়ালিন ।

19. কার স্মৃতিতে মানবসেবা পুরষ্কার দেওয়া হয় ?
উঃ রাজীব গান্ধী

20. কোন রাজ্য সরকার তানসেন সন্মান পুরষ্কার দিয়ে থাকেন ?
উঃ মধ্যপ্রদেশ

















# Mock Test #




1. কেক তৈরিতে কোন অণুজীব লাগে ?

A. স্ট্রেপ্টোকক্কাস ল্যাক্টিস

B. স্ট্রেপ্টোকক্কাস ক্রোমোরিস

C. স্যাকারোমাইসেস সেরেভিসি

D. স্ট্রেপ্টোকক্কাস সিট্রোভোরাম

Correct answer:
C. স্যাকারোমাইসেস সেরেভিসি



2. রাইবিউলোজ বাইফসফেট এর সংক্ষিপ্ত রূপ কি হবে ?


A. RBP

B. RaBP

C. RBiP

D. RuBP

Correct answer

D. RuBP



3. ৯০ তম স্কিপস ন্যাশানাল স্পেলিং বি কম্পিটিশনে চ্যাম্পিয়ন হয়েছেন ?


A. দেবকন্যা রাও

B. অনন্যা রাও

C. বিনয় রাও

D. অনন্যা বিনয়

Correct answer
D. অনন্যা বিনয়



4. টোফু কি দিয়ে তৈরি


A. গরুর দুধ

B. গুড়

C. চাল ও ডাল

D. সয়াবিন

Correct answer

D. সয়াবিন



5. গুরুত্বপূর্ণ নথি সংরক্ষণ সংক্রান্ত ব্যাপারে ও দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির উদ্দেশ্যে  সম্প্রতি ভারত কোন দেশের সাথে মৌ স্বাক্ষর করেছে ?


A. চীন

B. বাংলাদেশ

C. পর্তুগাল

D. জাপান

Correct answer
C. পর্তুগাল



6. সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ?


A. ঈশ্বরচন্দ্র গুপ্ত

B. কেশবচন্দ্র সেন

C. শিশিরকুমার ঘোষ

D. অরবিন্দ ঘোষ

Correct answer
A. ঈশ্বরচন্দ্র গুপ্ত



7. ইসরোর ফ্যাট বয় নামে পরিচিত কোন স্যাটেলাইট ?


A. GSL-Mk-IV

B. GSLV-Mk-III

C. GSV-Mk-III

D. GSLVI-Mki-III

Correct answer
B. GSLV-Mk-III



8. ৩১ শে মে সারা বিশ্বজুড়ে কোন দিবস পালিত হল ?


A. বিশ্ব ধূমপান ত্যাগ দিবস

B. বিশ্ব তামাক বর্জিত দিবস

C. বিশ্ব যোগা দিবস

D. বিশ্ব স্বাস্থ্য সচেতনতা দিবস

Correct answer
B. বিশ্ব তামাক বর্জিত দিবস


9. কে সম্প্রতি ইন্টারনেট অ্যান্ড মোবাইল অ্যাসোসিয়েশান অফ ইন্ডিয়ার চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন ?


A. অরুন জেটলী

B. রাজন আনন্দ

C. রাজ নাথ সিং

D. সুষমা স্বরাজ

Correct answer
B. রাজন আনন্দ



10. আশাপূর্ণা দেবি ১৯৭৬ সালে কোন বই এর জন্য জ্ঞানপীঠ পুরষ্কার পান ?


A. প্রথম প্রতিশ্রুতি

B. সুবর্ণলতা

C. তপস্যা

D. সাধুকথা

Correct answer
A. প্রথম প্রতিশ্রুতি



11. ইকুয়েডরের ৪৪ তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন ?


A. লেলিন মোরিনো

B. লেনন মোরিনো

C. লেলিন মোরেনো

D. লেনিন মোরেনো

Correct answer
C. লেলিন মোরেনো



12. আনাইমুদি কোন রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ ?


A. তামিলনাড়ু

B. কর্ণাটক

C. গুজরাট

D. কেরালা

Correct answer
D. কেরালা



13. ডিরোজিওর ছাত্রবৃন্দ কোন পত্রিকা প্রকাশ করেন ?


A. পার্থেনন পত্রিকা

B. বেঙ্গল গেজেট

C. ইয়ং বেঙ্গল পত্রিকা

D. ইন্ডিয়ান গেজেট

Correct answer
A. পার্থেনন পত্রিকা



14. সান্দাকফুর উচ্চতা কত মিটার ?

A. ৩৪৫২ মিটার

B. ৩৬৩৬ মিটার

C. ৩৭৮২ মিটার

D. ৩৪৪৮ মিটার

Correct answer
B. ৩৬৩৬ মিটার



15. কোন বাঙালী প্রথম জ্ঞানপীঠ পুরষ্কার পান ?


A. জি শঙ্কর কুরুপ

B. তারাশঙ্কর বন্দোপাধ্যায়

C. আশাপূর্ণা দেবি

D. শঙ্খ ঘোষ



Correct answer
B. তারাশঙ্কর বন্দোপাধ্যায়



16. আর্কিমিডিসের নীতি বস্তুর কোন ধর্মের কথা বলে ?

A. প্লবতা

B. ভর

C. ভার

D. অভিকর্ষ

Correct answer
A. প্লবতা



17. LTH - এর পুরো নাম কি ?


A. লিউটিনিক হরমোন

B. ল্যাক্টো টিউমেরিক হরমোন

C. লিউটিওট্রপিক হরমোন

D. লিউটিপ্রিক হরমোন

Correct answer
C. লিউটিওট্রপিক হরমোন



18. ২০১৬ সালে জ্ঞানপীঠ পুরষ্কার পেয়েছেন কে ?


A. শঙ্খ ঘোষ

B. রঘুবীর চৌধুরী

C. বালচন্দ্র নিমাদে

D. কেদারনাথ সিং

Correct answer
A. শঙ্খ ঘোষ


19. বর্তমানে ক'টি দেশ রাস্ট্রপুঞ্জের সদস্য ?


A. ১২২

B. ১৯১

C. ১৯৩

D. ১৯৬

Correct answer
C. ১৯৩


20. ২৩ শে মে সারা বিশ্বজুড়ে কোন দিবস পালিত হল ?


A. বিশ্ব যোগা দিবস

B. জাতীয় কচ্ছপ দিবস

C. জাতীয় গো রক্ষা দিবস

D. জাতীয় তামাক বিরোধী দিবস

 Correct answer

B. জাতীয় কচ্ছপ দিবস



21. শচীন তেন্ডুলকারের জীবনের প্রথম কোচ কে ?


A. রমাকান্ত আচারেকর

 B. রাধানাথ আচারেকর

C. রমেশ আচারেকর

D. রমাকান্ত আচার্য

 Correct answer
A. রমাকান্ত আচারেকর


22. তাকলামাকান মরুভূমি কোন দেশে অবস্থিত ?


A. ভারত

B. বাংলাদেশ

C. আফ্রিকা

D. চীন

Correct answer
D. চীন



23. জ্যামিতি শাস্ত্রের উপর প্রথম আলোকপাত করেন কে ?

A. আর্কিমিডিস

B. ইউক্লিড

C. গ্যালিলিও

D. কোপারনিকাস

Correct answer
B. ইউক্লিড



24. রাম নাথ কোবিন্দ কত সালে বিহারের রাজ্যপাল হিসাবে নিযুক্ত হন ?


A. ২০১৫

B. ২০১৬

C. ২০১৪

D. ২০১০

Correct answer
A. ২০১৫


25. এপিজে আব্দুল কালাম কত সালে ভারত রত্ন পান ?


A. ১৯৯০

B. ১৯৯২

C. ১৯৯৫

D. ১৯৯৭

Correct answer
D. ১৯৯৭



26. কালার ব্লাইন্ড রুগী কোন কোন রঙ মূখ্যত চিনতে পারে না ?


A. লাল ও নীল

B. লাল ও সবুজ

C. কালো ও লাল

D. লাল ও সাদা

Correct answer
B. লাল ও সবুজ



 27. ইবন বতুতা কোথাকার লোক ছিলেন ?


A. আফ্রিকা

B. চীন

C. জাপান

D. তিব্বত

Correct answer
A. আফ্রিকা



28. নতুন রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ কোন রাজ্যে জন্মেছেন ?

A. মধ্যপ্রদেশ

B. উত্তরপ্রদেশ

C. অন্ধ্রপ্রদেশ

D. হরিয়ানা

Correct answer
B. উত্তরপ্রদেশ


28. সালারজংগ মিউজিয়াম কোথায় অবস্থিত ?


A. ঊড়িশ্যা

B. হায়দ্রাবাদ

C. আমেদাবাদ

D. মুম্বাই

Correct answer
B. হায়দ্রাবাদ



29. দাচিগাঁও জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?


A. পাঞ্জাব

B. হরিয়ানা

C. কাশ্মীর

D. দার্জিলিং

Correct answer

C. কাশ্মীর



30. সৌরজগতের সবথেকে ঠান্ডা গ্রহ কোনটি ?


A. মঙ্গল

B. শুক্র

C. ইউরেনাস

D. নেপচুন

Correct answer
C. ইউরেনাস


31. কলকাতায় ন্যাশানাল থিয়েটার প্রতিষ্ঠা হয় কত সালে ?


A. ১৮৮১

B. ১৮৩২

C. ১৮৭১

D. ১৯০৩

Correct answer
C. ১৮৭১



32. ১৮১৫ সালে ভারতে কে ব্রিটিশ গভর্নর জেনারেল  ছিলেন ?


A. ওয়ারেন হেস্টিংস

B. লর্ড হেস্টিংস

C. লর্ড বেন্টিঙ্ক

D. লর্ড অকল্যান্ড

Correct answer
B. লর্ড হেস্টিংস



33. স্টোরিয়া ডো মোগোর - বইটির লেখক কে ?


A. মেগাস্থিনিস

B. কালিদাস

C. মানুচি

D. ইবন বতুতা

Correct answer
C. মানুচি



34. কত সালে জাহির-উদ-দ্বীন মহম্মদ বাবুরের মৃত্যু হয় ?


A. ১৫৩০ সালে

B. ১৬২২ সালে

C. ১৫৩৩ সালে

D. ১৩৫০ সালে

Correct answer
A. ১৫৩০ সালে



34. কোন প্রানীর পুরুষেরা সন্তান প্রসব করে ?


A. ময়ূর

B. হাতি

C. সামুদ্রিক ঘোড়া

D. হাইড্রা

Correct answer
C. সামুদ্রিক ঘোড়া



35. শেষ ভাইসরয়ের নাম কি ?

A. লর্ড লুইস মাউন্ট ব্যাটেন

B. লর্ড ওয়াভেল

C. লর্ড লিনলিথগো

D. লর্ড মিন্টো

Correct answer
A. লর্ড লুইস মাউন্ট ব্যাটেন


36. ভারত পাকিস্তান সিন্ধু জলচুক্তি কত সালে স্বাক্ষরিত হয় ?


A. ১৯৪৭

B. ১৯৫৬

C. ১৯৫৯

D. ১৯৬০

Correct answer

D. ১৯৬০


37. প্রয়াত পি গোবর্ধন রেড্ডি কোথাকার বিধায়ক ও লোকসভার সদস্য ছিলেন ?


A. মধ্যপ্রদেশ

B. অন্ধ্রপ্রদেশ

C. তামিলনাড়ু

D. মহারাষ্ট্র

Correct answer
B. অন্ধ্রপ্রদেশ



38. ' নাগ মিসাইল' এর পরীক্ষামূলক উৎক্ষেপণ কোন রাজ্য থেকে করা হয় ?

A. অন্ধ্রপ্রদেশ

B. রাজস্থান

C. পাঞ্জাব

D. হরিয়ানা

Correct answer
B. রাজস্থান



39. চিলি-পেরু সীমান্তে অবস্থিত মরুভূমিটির নাম কি ?


A. কলোরাডো

B. আটাকামা

C. সোনোরান

D. মোহেব

Correct answer :  B. আটাকামা

40. মনিপুরের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?

A. মাউন্ট ইসো

B. মাউন্ট মনিপু

C. কঙ্গো কোন্ডো

D. আরমা কোন্ডা

Correct answer
A. মাউন্ট ইসো




Continue Reading




No comments:

New Updates

Most Important General Knowledge in hindi

150 Most Impprtant GK with Answer 1. हीटर के तार किस चीज के बने होते है?उत्तर – नाइक्रोम 2. लोहे पर जंग लगने से उसका भार –उत्तर – बढ़ता ...